

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেয়ায় দীর্ঘ এক মাস চারদিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। মাত্র একদিনের ব্যবধানে আমদানীকৃত ও দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-১৮ টাকা। এতে ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০-২৫ টাকায় নেমে আসবে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
বৃহস্পতিবার বিকালে ভারত থেকে চারটি ট্রাকে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়। হিলি স্থলবন্দরের মেসার্স রাইয়ান ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করে। আমদানীকৃত পেঁয়াজ ৩২-৩৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
সানবিডি/এনজে