নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে বিশ্বময় প্রবাসী বাঙালীদের সংগঠন নন রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি গ্লোবাল)।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার (৪ জুন) বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ লাইভ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এনআরবি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট আতাউল খানের সঞ্চালনায় লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ১৮ ব্রঙ্কস থেকে কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বীতাকারী বিশিষ্ট আইনজীবী এন মজুমদার, নিউইয়র্ক এর স্বনামধন্য শিক্ষক এবং এনআরবি গ্লোবালের এক্সিকিউটিভ অ্যাম্বাসেডর শেখ আল মামুন ও এনআরবি গ্লোবালের এক্সিকিউটিভ অ্যাম্বাসেডর শেলিনা উদ্দিন।
লাইভ অনুষ্ঠানে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এন মজুমদার বলেন, নিউ ইয়র্ক কমিউনিটিতে বাঙ্গালীদের ডাক্তার, ডেন্টিস্ট, সাইন্টিস্ট, শিক্ষক, ব্যবসায়ী সহ যত রকমের পেশা আছে সব কিছুতে আমরা ডেভলপ করেছি। অথচ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য সিটি কাউন্সিল, স্টেট ডিস্ট্রিক্ট, পেনাল গর্ভনমেন্ট সহ কোন জায়গায় আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। এজন্য সমাজ ব্যবস্থায় অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে থাকা এগিয়ে যাওয়া মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে আমি এ নির্বাচনে অংশগ্রহণ করেছি।
তিনি আরো বলেন, আমি ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় দীর্ঘ সময় ধরে স্থানীয় কমিউনিটি বোর্ড সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে জনগণের জন্য কাজ করেছি। আরো বৃহত্তর পরিসরে এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। ভোট দিয়ে সে সেবা করার সুযোগ ডিস্ট্রিক্ট ১৮ ভোটাররা আমাকে দিবে বলে প্রত্যাশা করি।
এনআরবি গ্লোবালের এক্সিকিউটিভ অ্যাম্বাসেডর শেখ আল মামুন বলেন, নিউইয়র্কে বাঙালী কমিউনিটিকে ঐক্যবদ্ধ এবং সুসংহত করার জন্য এন মজুমদারের মতো একজন কোয়ালিফাইড লোক প্রয়োজন। বাঙালীসহ অনান্য কমিউনিটির সেবা করার জন্য ওনার মতো একজন মহান লোক কমিউনিটিতে দরকার। কমিউনিটিতে সকল বিভেদ ভুলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য মজুমদার ভাইয়ের জয়ের বিকল্প নেই।
এনআরবি গ্লোবালের এক্সিকিউটিভ অ্যাম্বাসেডর শেলিনা উদ্দিন বলেন, প্রার্থীদের মধ্যে এন মজুমদার অনেক যোগ্য ক্যান্ডিডেট। তিনি এ কমিউনিটির জন্য অনেক কাজ করেছেন। উনি সফল একজন মানুষ। নিউইয়র্ক সিটিতে বসবাসরত আমরা বাঙালিরা যদি সবাই একত্রিত হয়ে একজনকে সাপোর্ট করি এবং আমরা যদি ঐক্যবদ্ধ হই তখন আমরা বাহিরের লোকদেরকে দেখাতে পারব যে আমরা ঐক্যবদ্ধ। বলতে পারবো তোমরা আমাদের সাথে আসো এবং আমাদের প্রার্থীকে ভোট দেয়। এজন্য কমিউনিটির বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
সানবিডি/এএ