ক্যাটরিনার প্রেমে ভাঙন!
প্রকাশ: ২০১৬-০১-১৭ ১৩:৪০:০৬

অবশেষে ছয় বছরের প্রেমের পাট চুকিয়ে ফেলছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি তার প্রেমিক রণবীর কাপুরের কারেণেই এ প্রেমের ইতি টানছেন। জানা গেছে, ক্যাটরিনার সঙ্গে কার্টার রোডে একটি বাড়িতে রণবীর থাকতেন। এ বাড়ি থেকে হঠাৎ সরে হিল রোডে তার বাড়িতে উঠেছেন রণবীর। তবে তারা নিজেদের সম্পর্কের ভাঙন নিয়ে গণমাধ্যমের কাছে এখন পর্যন্ত কোনো কথা বলেননি।
রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নিতু সিং ক্যাটরিনাকে নিয়ে সম্প্রতি নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন। অনেকে মনে করছেন রনবীরের বাবা-মায়ের অমতের কারণেই তাদের এই সম্পর্ক ভেঙে যাচ্ছে। এদিকে, সম্প্রতি পরিবারের সবার সঙ্গে তোলা একটি স্থিরচিত্র টুইটারে শেয়ার করার সময় ক্যাটরিনাকে কেটে বাদ দেন নিতু। এমনকি ক্যাট থাকায় পরিবারের বড়দিনের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেননি রণবীরের মা।
ক্যাটরিনা-রণবীর ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন। এ সময় থেকেই তাদের প্রেমের সূচনা ঘটে। ২০১৩ সালে ইবিজা সাগরপাড়ে পাপারাজ্জির তোলা রণবীরের সঙ্গে ক্যাটের বিকিনি পরা ছবি প্রকাশের সূত্র ধরেই তাদের প্রেমের কথা প্রকাশিত হয়।
বর্তমানে রণবীর ও ক্যাটরিনা জুটিবদ্ধ হয়ে অনুরাগ বসুর ‘জাগগা জাসুস’ অভিনয় করছেন। অন্যদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ক্যাটরিনার নতুন ছবি ‘ফিতুর’ মুক্তি পাবে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













