লিচুর দাম হঠাৎ আকাশচুম্বি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৬-০৯ ২০:৪৪:২৩
ঠাকুরগাঁওয়ে এখন লিচুর দাম হঠাৎ বেড়ে গেছে অবিশ্বাস্যভাবে। দাম এখন আকাশচুম্বি। গত এক সপ্তাহ আগে যে লিচুর দাম ছিল দেড়শ’ টাকা প্রতিশ। মাঝারি আকারের গোলাপি ও কাঠালি জাতের সেই লিচু বর্তমানে প্রতি একশ লিচু চার থেকে পাঁচশ’ টাকা দরে বিক্রি করছে।
তবে বড় আকারের বেদানা ও চায়না থ্রি জাতের লিচুর দাম অনেক। প্রতি একশ লিচুর দাম আটশ’ থেকে এক হাজার টাকা । সদর উপজেলার পোকাতি গ্রামের আব্দুল হামিদ জানান, তাঁর বাগানের প্রতি একশ বেদানা জাতের লিচু আট শত টাকায় বিক্রি করেছেন। এই দাম গত বছরের তুলনায় দ্বিগুণ।
সিঙ্গিয়া গ্রামের লিচু বাগানের মালিক আব্দুল লতিফ জানান, তিনি আগেই বাগান বিক্রি করে দিয়েছেন। যিনি বাগান কিনেছেন তিনি তাঁর সামনে বাগানেই চায়না থ্রি জাতের লিচু প্রতি হাজার নয় হাজার টাকা দরে বিক্রি করেছেন। এই দামে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার লিচু বিক্রি করেন।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু হোসেনজানান, এ বছর জেলায় প্রায় ৯০০ হেক্টর জমিতে লিচুর ফলন হয়েছে। হেক্টর প্রতি ৪ দশমিক ০৫ মেট্রিক টন হিসাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩,৬৪১ মে. টন। কিন্তু এ বছর লিচুর ফলন কম হয়েছে।
বিরুপ আবহাওয়া ও ঠিকমত বাগান পরিচর্যা না করায় ফলন আশানুরূপ হয়নি। জেলায় যে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা অর্জিত হয়নি। বাগানে যে লিচু আছে তা নষ্ট হয়নি বা পোকার আক্রমণও তেমন নেই। তাই কৃষক ভালো দাম পাচ্ছেন।