
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশ থেকে ৩১ কোটি ৪০ লাখ টাকা জমা দিয়েছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
সম্প্রতি সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দ তানভির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে ৩১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৪০৩ টাকার চেক হস্তান্তর করেন।
সানবিডি/এনজে