

এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় লাথি মেরে উইকেট ভেঙে দিলেন সাকিব আল হাসান। শুক্রবার (১১ জুন) চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনীর মধ্যকার ম্যাচে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেন সাকিব।
ম্যাচে ১৪৬ রানের লক্ষে ব্যাট করা আবাহনী ৯ রানেই ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহমান দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করছেন।
আবাহনী তখন ৩ উইকেটে ২১ রান। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহীম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, কিন্তু আম্পায়ার তাতে অনড়।
কিন্তু এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন মোহামেডান অধিনায়ক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন। আম্পায়ারের দিকে রাগত স্বরে তাকিয়ে কিছু বলতে থাকেন। অনেকটা সময় এমন আচরণ করেন সাকিব।
ঘটনা সেখানেই থামেনি। ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস। আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে হালকাপাতলা বৃষ্টি পড়তে শুরু করে। আম্পয়ায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন, তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানালেন ফিল্ড আম্পয়ায়ার। তখন আরও ক্ষিপ্ত দেখা গেল সাকিবকে। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে ফেলে মাটিতে আছড়ে মারলেন তিনি। সেই উত্তাপ পৌছাল দুই দলের ড্রেসিংরুম পর্যন্ত।
যদিও বৃষ্টি না থাকলে জয়ী হবে মোহামেডান। যেখানে খেলা শেষ হয়েছে, সেই ৫ ওভার ৫ বলে আবাহনী প্রয়োজন ছিল ৪৭ রান, তারা স্কোর বোর্ডে তুলতে পেরেছে ৩১ রান। বৃষ্টি না থাকলে ১৬ রানে জয় পাবে মোহামেডান। তবুও সাকিবের কেন এমন আচরণ, সেটিই বিষ্ময় হয়ে থাকল।
সানবিডি/এএ