তিনি সাংবাদিকদের বলেন, “পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন হোটেল নামে এ দুটি পাঁচ তারকা মানের হোটেল নির্মাণ করা হবে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরের কাছাকাছি জায়গায়। “ঢাকার হোটেলটির লোকেশন এখনো ঠিক হয়নি। তবে চট্টগ্রামে যেটি নির্মাণ করা হবে সেটির কাজ আগামী এপ্রিলের দিকে শুরু হবে।” হোটেল দুটিতে গ্রাহকদের ‘ওয়ান স্টপ সার্ভিসের’ মাধ্যমে উন্নত সেবা দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে লোগো উন্মোচন করা হয় পেনিনসুলা প্রিমিয়ার লীগের (পিপিএল), যা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। হোটেলের বিভিন্ন সেকশনের আটটি দল লীগে অংশ নিবে, যার স্পন্সর থাকছে ফ্যাশন হাউজ ‘পেবলস’; ‘গেস্ট অব টিম’ হিসেবে থাকবে সাইমন বিচ রিসোর্ট। এদিন রক্তদান কর্মসূচিও পালন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের জেনারেল ম্যানেজার মোস্তাক লাহোর, হোটেলের বোর্ড অব ডিরেক্টর বিলকিস আরশাদ, এএনজি প্রোপার্টিজের চিফ অপারেটিং অফিসার তানভির শাহরিয়ার, পেবলসের পার্টনার ও টিকে গ্রুপের পরিচালক রেজওয়ান আফরোজ শবনম ও ফ্যাশন ডিজাইনার রোকসান শাহরিয়ার উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/আহো