চাঙ্গা হচ্ছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১২ ১৪:১৬:১৮


চলমান মহামারি পরিস্থতিতে জ্বালানি তেলের দাম গত কয়েক বছরের মধ্যে শুক্রবার সর্বোচ্চে পৌঁছেছে, যা সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো দাম বৃদ্ধির ঘটনা। করোনার টিকা প্রয়োগের কারণে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়া এবং ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রে চাহিদা পুনরুদ্ধারের কারণে দাম বৃদ্ধির এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্স।

ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ব্যারেলপ্রতি ২১ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭২ ডলার ৭৩ সেন্টে। ২০১৯ সালের মে মাসের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটিই ছিল সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭০ ডলার ৪৬ সেন্টে। বৃহস্পতিবার দাম বৃদ্ধির পর ২০১৮ সালের অক্টোবরের পর এটিই ডব্লিউটিআই ক্রুডের সর্বোচ্চ দামের রেকর্ড।

মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস আশা করছে, গ্রীষ্মে ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছাবে। বিশ্বব্যাপী কভিড-১৯-এর টিকা প্রয়োগের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। যার কারণে ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধির এ ঘটনা ঘটবে বলে আশা করছে গোল্ডম্যান স্যাকস।

সানবিডি/এনজে