কার্বণ নি:সরণ কমাতে ধাতব পণ্যের দাম বাড়াচ্ছে চীন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১২ ১৪:২৬:৪৬


জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় চলতি শতকের মাঝামাঝিতে কার্বণ নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনতে চাচ্ছে চীন। সে লক্ষ্যমাত্রা সামনে রেখে ধাতব পণ্য উত্তোলন লক্ষণীয়ভাবে কমিয়ে আনা হচ্ছে। এতে শিল্প উপকরণের দাম কয়েক দফা বাড়তে পারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

চলমান করোনা মহামারির প্রভাবে এরই মধ্যে বেশ কয়েকবার বেড়েছে শিল্প উপকরণের দাম। ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নেয়ায় জীবাশ্ম জ্বালানি উত্তোলন কমাতে হচ্ছে চীনের। এতে দাতব পদার্থের দাম বাড়ছে। তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে পুরো শিল্প খাতেই।

এ ব্যাপারে বিএমওর বিশ্লেষক কলিন হ্যামিলটন বলেন, আপনি নিশ্চিত দেখতে পাবেন আগামী দিনগুলোতে রফতানি কমছে। ইস্পাত ও তামার মতো বিভিন্ন শিল্প উপকরণের দাম নিয়ন্ত্রণে থাকার পেছনে ভূমিকা পালন করেছে চীনের বিশাল জোগান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চাচ্ছেন, ২০৬০ সালের মধ্যে সম্পূর্ণ কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে দাঁড়াক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি। এতে দাতব শিল্প খাতকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।

সানবিডি/এনজে