
মহামারি করোনা পরিস্থিতিতে দক্ষিণ ভারতের কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশন সেল নাম্বার-২৩-এর জন্য ২৭ দশমিক ৫৫ লাখ কেজি চা পাতা নিলামে তুলেছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ নিলাম অনুষ্ঠিত হয়। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল করা হয় নিলামের সেল নাম্বার-২২। খবর দ্য্র হিন্দু বিজনেস লাইন।
চলতি ২০২১ বছরের যেকোনো নিলামের জন্য এটি সর্বোচ্চ পরিমাণ চায়ের পরিমাণ। সর্বশেষ নিলামের চেয়ে সেল নাম্বার-২৩-এ ৩ দশমিক ৬৫ কেজির মতো বেশি চা বিক্রির প্রস্তাব দিয়েছে কনোড় টি ট্রেড অ্যাসোসিয়েশন। পূর্ববর্তী নিলামে অবিক্রীত থাকা চায়ের কারণে চলতি সপ্তাহে নিলামে চায়ের পরিমাণে এ বৃদ্ধি ঘটেছে। সম্প্রতি অমৌসুমি তবে চা খাতের জন্য সুফল বয়ে আনা বৃষ্টির কারণে বাগান থেকে আসা চা পাতাগুলো যথেষ্ট সতেজ রয়েছে।
সানবিডি/এনজে