মহামারিতে ভারতের চা রফতানি খাতে ধস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৪ ১৪:২২:২৫


চলমান মহামারির ছোবলে ভারতের চা রফতানি খাতে ধস নেমেছে।২০২০-২১ অর্থবছরে সমানভাবে কমেছে দেশটির চা রফতানির পরিমাণ ও আয়। পানীয় পণ্যটির মূল্যবৃদ্ধি ও করোনার কারণে দেশে দেশে অবরোধ অবস্থার সৃষ্টি হওয়ায় রফতানিতে এমন মন্দা পরিস্থিতির মধ্যে পড়েছে দেশটি। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এ ব্যাপারে ভারতের চা বোর্ডের দেয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে দেশটি রফতানির জন্য জাহাজীকরণ করেছিল ২৪ কোটি ২৩ লাখ ৪০ হাজার টন চা। ২০২০-২১ অর্থবছরে জাহাজীকরণ করা হয় ২০ কোটি ২০ লাখ টন। সে হিসেবে রফতানি কমেছে ১৬ দশমিক ৩০ শতাংশ।

এদিকে রফতানির পরিমাণ হ্রাস পাওয়ায় কমে গেছে আয়ও। ২০২০-২১ অর্থবছরে চা রফতানি খাতে সব মিলিয়ে আয় এসেছে ৫ হাজার ২৩১ কোটি ৬৯ লাখ রুপি। এর আগের মৌসুমে রফতানি আয় ছিল ৫ হাজার ৪৫৭ কোটি ১০ লাখ রুপি। সে হিসেবে আয় কমেছে ৪ দশমিক ১৩ শতাংশ।

সানবিডি/এনজে