১৬৮ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে

প্রকাশ: ২০১৬-০১-১৭ ১৮:০৪:০০


Cri.zemওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৮ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ রোববার বেলা ৩টায় খেলাটি শুরু হয়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা। নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান করে মাশরাফিবাহিনী। সাব্বির রহমান ৪৩ রান এবং সাকিব আল হাসান ২৭ রানে অপরাজিত থাকেন।

৪৫ রানের উদ্বোধনী জুটির পর ৬ষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল (২৩)। মুজারাবানির বলে ভিটোরির হাতে ক্যাচ দেন তিনি। ৯.৪ ওভারে ক্রেমারের বলে ওয়ালারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। ৩৩ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন তিনি।

৪৫ রানের উদ্বোধনী জুটির পর ৬ষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল (২৩)। মুজারাবানির বলে ভিটোরির হাতে ক্যাচ দেন তিনি। ৯.৪ ওভারে ক্রেমারের বলে ওয়ালারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। ৩৩ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন তিনি। একাদশ ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন মাহমুদুল্লাহ রিয়াদ (১)। ১৬তম ওভারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম (২৪)। এরপর মাঠে নামে সাকিব আল হাসান। সাব্বির রহমানের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে অতিথিদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে মাশরাফিবাহিনী।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান, মাশরাফি-বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল:

হামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পেটার মোর, শন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বামি, মেলকম্ব ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিলে মাদঝিভা, ব্রেইন ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা এবং গ্রিম ক্রেমার।