চাল আমদানিতে শীর্ষ স্থানে চীন-ফিলিপাইন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৫ ১৪:০৭:০৫


চলতি ২০২১ বছরও চীন এবং ফিলিপাইন বিশ্বের শীর্ষ চাল আমদানিকারক দেশের তকমা ধরে রাখবে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেইন এগ্রিকালচারাল সার্ভিস।

এ ব্যাপারে চালের বৈশ্বিক উৎপাদন নিয়ে করা সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন বলছে, চীন এ বছরও বৈশ্বিক চাল আমদানিতে হিস্যা বাড়াবে। ইউএসডিএ প্রত্যাশা করছে, দেশটি চলতি বছর সব মিলিয়ে ৩২ লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে। এ সময় ফিলিপাইন আমদানি করবে ২১ লাখ টন চাল। চীনের পর দ্বিতীয় শীর্ষস্থানে উঠে আসবে দেশটি।

প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছর চীন ২৯ লাখ টন চাল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এক্ষেত্রে ফিলিপাইন আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ২০ লাখ টন চাল। দেশ দুটিই তাদের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি চাল আমদানি করতে সক্ষম হবে বলে জানায় ইউএসডিএ।

সানবিডি/এনজে