মসজিদ থেকে শিক্ষা নেয়া উচিত ট্রাম্পের!
আপডেট: ২০১৬-০১-১৭ ১৯:০৪:১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে মসজিদে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটেনের বিরোধী নেতা জেরেমি করবিন।
একই সঙ্গে জেরেমি বলেছেন, “ট্রাম্পকে যুক্তরাজ্যে আসতে দেওয়া উচিত। ব্রিটেনে আসার ব্যাপারে কাউকে নিষিদ্ধ করা উচিত নয়।” রবিবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানা যায়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ট্রাম্প যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তিনি তাকে লন্ডনের একটি মসজিদে যাওয়ার আমন্ত্রণ জানাবেন।
যুক্তরাষ্ট্রে মুসলমানদের যাওয়া নিষিদ্ধ করা এবং তাদের ওপর নজর রাখার দাবি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সারা বিশ্বে সমালোচিত হন। তাকে ব্রিটেনে আসতে দেওয়া হবে কি না, এ বিষয়ে আগামীকাল সোমবার হাউজ অব কমন্সে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মুসলমানদের আমেরিকায় ঢুকতে না দিতে ট্রাম্পের দাবির ব্যাপারে মন্তব্য জানতে চাইলে করবিন বলেন, “তার এই দাবি খুবই অদ্ভুত।” ট্রাম্পকে যুক্তরাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “আমি তাকে আমার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকায় বহু জাতি ও সংস্কৃতির লোক বাস করেন। আমি তাকে একটি মসজিদে নিয়ে যাব, যাতে তিনি মুসল্লিদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন।”
জেরেমি করবিন বলেন, “ব্রিটেনের বহু শহরে নানা দেশের ও জাতির লোক সৌহার্দের সঙ্গে বসবাস করছে। আমি তাকে (ট্রাম্প)আহ্বান জানাব তিনি যাতে সেসব শহরে যান, মসজিদে যান, তাদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে তিনি কিছু শিখতেও পারেন।”
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













