ভোমরায় ৭৫৫ কোটি টাকার শুকনো মরিচ আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৭ ০৯:০৯:২৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বেড়েছে শুকনো মরিচ আমদানি।এই আমদানির পরিমাণ ২০২০-২১ অর্থবছরের ১১ মাসে আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এতে মসলাজাতীয় পণ্যটির দামও কমেছে বলে জানান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ জানায়, ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ৫২ হাজার ৮৬ টন শুকনো মরিচ আমদানি হয়েছে, যার মূল্য ৭৫৫ কোটি ৬৬ লাখ টাকা। আমদানীকৃত শুকনো মরিচ থেকে সরকারের রাজস্ব আয় এসেছে ৭৫ কোটি ৫৬ লাখ টাকা।
সূত্রটি আরো জানায়, ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে ৩২ হাজার ৫৮৮ টন শুকনো মরিচ আমদানি করা হয়েছিলো, যার মূল্য ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা। আমদানীকৃত পণ্যটি থেকে সরকারের রাজস্ব আয় আসে ৪৬ কোটি ৯ লাখ টাকা। সে হিসেবে ২০২০-২১ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় আমদানি প্রায় ৪০ শতাংশ আমদানি বেড়েছে। পাশাপাশি রাজস্ব আয়ও বেড়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













