সাতক্ষীরায় গরুর জন্য জীবন বীমা কার্যক্রম শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৭ ০৯:৫৭:৫৬


সাতক্ষীরায় যে সব খামারি দুগ্ধশিল্পের জড়িত তাদের বিনিয়োগ সুরক্ষায় জীবন বিমা কার্যক্রম শুরু হয়েছে। প্রাণ ডেইরি লিমিটেড এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এ বিমা কার্যক্রম শুরু হচ্ছে।

ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইম্প্রুভড নিউট্রিশন নামের এ প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসিডিআই/ভোকা (যুক্তরাষ্ট্র)।

এ বিষয়ে এসিডিআই ও ভোকার মাঠ সমন্বয়কারী ডা. মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, ‌‘বাংলাদেশে এই প্রথম সাতক্ষীরার দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত খামারিদের গরুতে বিনিয়োগ সুরক্ষায় গরুর জীবন বিমা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে শুধু সাতক্ষীরা সদর উপজেলার গাভা, ধুলিহর, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও তালা উপজেলার খলিষখালী, ইসলামিকাটি ও খলিলনগর ইউনিয়নের খামারিরা এই সুবিধা পাবেন। পরবর্তীতে আমরা অন্য উপজেলা ও জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করব। চলতি মাসে আমাদের পাইলট প্রজেক্ট শেষ হচ্ছে। দ্রুত দ্বিতীয় ফেজে কার্যক্রম শুরু হবে।’

এ সময় তিনি বলেন, ‘৫০০ খামারিকে টার্গেট করা হলেও করোনা মহামারির কারণে এবার ৩৩৯ জন খামারির ৩৫০টি গরু এই বিমার আওতায় এসেছে। খুরা রোগসহ বিভিন্ন কারণে গরুর আকস্মিক মৃত্যু হলে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিমাকারী গরুর আর্থিক দায়ভার বহন করবে এবং ১৫ দিনের মধ্যে গরুর ৯০ শতাংশ মূল্য খামারিকে পরিশোধ করবে।’

সানবিডি/এনজে