তামিম-মুশফিকদের সুখবর দিল বিসিবি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-০৬-১৭ ১৬:৩০:০৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ঝুলে আছে অনেকদিন ধরে। কথা ছিল ১৫ জুনের বোর্ড সভার পর ঘোষণা করা হবে কেন্দ্রীয় চুক্তি। তবে সেই চুক্তি এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় চুক্তির সবশেষ তথ্য জানাতে গিয়ে আকরাম খান জানালেন, এবারের চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের।
আকরাম খান বলেন, ‘করোনাভাইরাসের পরিস্থিতিতে ক্রিকেটখেলুড়ে দেশগুলোর বোর্ডগুলো তাদের খেলোয়াড় ও স্টাফদের বেতন কমাচ্ছে। আমরাও বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম কমানোর জন্য। কিন্তু তিনি বেতনটা বাড়ানোর কথা বলেছেন। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি, নতুন চুক্তিতে খেলোয়াড়দের বেতন ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। তবে বেতন বাড়ার বিষয়টি সময় সাপেক্ষ।’
সানবিডি/এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












