দৈনিক ৪ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে ওপেক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৮ ০৮:৫৬:৪২

চলতি বছরের এপ্রিলে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলে।উদ্দেশ্য বিশ্ববাণিজ্য চাঙ্গা করা।এরই অংশ হিসেবে মে মাসে দৈনিক ৩ লাখ ৯০ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়িয়েছে জোটটি, যা নির্ধারিত লক্ষ্যের চেয়েও বেশি। খবর অয়েলপ্রাইসডটকম।
এ ব্যাপারে সম্প্রতি ওপেক এক বিবৃতিতে জানায়, মে মাসে সব মিলিয়ে দৈনিক ২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করা হয়েছে। জোটের মাসভিত্তিক জ্বালানি তেলের বাজার প্রতিবেদনে বলা হয়, ওপেকের সবচেয়ে বড় জ্বালানি তেল উত্তোলক দেশ সৌদি আরব। মে মাসে দেশটির উত্তোলন সর্বাধিক বেড়েছে। ওপেক প্লাসের চুক্তি থেকে যে তিনটি দেশ নিজেদের সরিয়ে নিয়েছিল তাদের মধ্যে দুটি ইরান ও ভেনিজুয়েলা। এ দুই দেশেও জ্বালানি তেল উত্তোলন বেড়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













