
আকরিক লোহার আমদানির পরিমাণ বেড়েছে তুরস্কের।চলমান বছরের এপ্রিলে ব্যবহারিক ধাতুটির আমদানি মার্চের তুলনায় ২০ শতাংশ বাড়ে। এছাড়া গত বছরের এপ্রিলের তুলনায় আমদানি বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। টার্কিশ স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর স্টিলঅরবিস।
বর্তমানে বিশ্বের নবম শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ তুরস্ক। পরিসংখ্যান বলছে, এ বছরের এপ্রিলে দেশটি ৯ লাখ ৯৪ হাজার ৫১ টন আকরিক লোহা আমদানি করে। এসব আকরিক লোহার আমদানি মূল্য গত বছরের এপ্রিলের তুলনায় ১০০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৮ কোটি ৪৯ লাখ ডলারে উন্নীত হয়েছে। চলতি বছরের মার্চের তুলনায় আমদানি মূল্য বেড়েছে ৩৩ দশমিক ২ শতাংশ।
সানবিডি/এনজে