ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ শেষ হয়েছে।গত ১৬ জানুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন সম্পন্ন হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়া। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান।
সম্মেলনে ২০১৫ সালে ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং ২০১৬ সালের জন্য ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হয়।
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, ‘ইসলামী ব্যাংক একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে। বণ্টনমূলক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ ব্যাংক আর্থিক সেবার মাধ্যমে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায়। এ ব্যাংকের সেবা সার্বজনীন।’
ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান বলেন, ‘ইসলামী ব্যাংক শরিয়াহর আলোকে এসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি, কৃষি, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো, আবাসন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে।’
মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘ইসলামী ব্যাংক ২০১৫ সালে আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিসহ ব্যবসায়িক সকল প্যারামিটারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা এ বছরও অব্যাহত থাকবে।’
এতে ব্যাংকের ডিরেক্টর মো. আবুল হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ, আব্দুস সাদেক ভুইয়া ও মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, জোনপ্রধান ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সানিবডি/ঢাকা/বিজ্ঞপ্তি/এসএস