

৬১তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা নারী অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছেন দীপিকা পাড়ুকোন। পুরস্কার পাওয়ার পর সবাই ভেবেছিলেন দীপিকা হয়তো দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ বক্তব্য দেবেন। কিন্তু মঞ্চে উঠে তিনি যা করলেন তাতে সবাই অবাক।
দীপিকা তার কাছ থেকে একটি চিঠি বের করেন। যে চিঠিটা তার বাবার লেখা এবং দীপিকার ড্রয়ারেই ছিল।
দীপিকাকে উদ্দেশ্য করে ওই চিঠিতে তার বাবা লিখেছেন, যখন কোনো অতিথি আমাদের বাসায় আসে তখন তুমি মেঝেতে ঘুমাও। তুমি সুন্দর জীবন যাপন করো এটা আমাদের দোয়া। তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। শুধু পুরস্কারের আশায় কাজ করো না। তোমার হৃদয়কে অনুভব করো এবং স্বপ্নকে লালন করো। তোমার প্রথম পরিচয় হলো তুমি আমাদের মেয়ে। তারপরের পরিচয় হলো তুমি অভিনয় শিল্পী।
সানবিডি/ঢাকা/এসএস