সাড়ে ২১ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে সানলাইফ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২১ ২১:৪১:৩২


সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি প্রায় সাড়ে ২১ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। সোমবার (২১ জুন) কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নুরুল ইসলামের নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সানলাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বীমা কোম্পানি হিসেবে সর্বদা নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা প্রদানে দৃঢ় প্রত্যয়ী। কোম্পানি সম্প্রতি ৮ হাজার ৩৪২টি বীমা দাবির বিপরীতে ২১ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৯৯১ টাকা পরিশোধ করেছে।

এতে আরো বলা হয়েছে, বীমা দাবি পরিশোধের বিষয়টি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ে উত্থাপিত সকল বীমা দাবি পরিশোধে আমরা সর্বদাই সচেষ্ট। আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনে আমরা বদ্ধ পরিকর।

উল্লেখ্য, গত ১ জুন সানলাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে ১৫ দিনের মধ্যে কোম্পানিটির সারাদেশের বীমা গ্রাহকদের পাওনা অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

একইসঙ্গে ১৬ জুনের মধ্যে বীমা গ্রাহকদের টাকা পরিশোধের অগ্রগতির বিষয়ে জানানোর নির্দেশ দেয়া হয়। দাবি পরিশোধ সন্তোষজনক না হলে পরবর্তীতে বীমা কোম্পানিটির বিরুদ্ধে প্রশাসক নিয়োগসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি করে আইডিআরএ।

গণমাধ্যমে সানলাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির টাকা পরিশোধ না করাসহ কোম্পানিটির চেয়ারম্যান ও উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ৯টি মামলায় ওয়ারেন্ট জারির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে এই নির্দেশ দেয় আইডিআরএ।

নিয়ন্ত্রক সংস্থার ওই নির্দেশের প্রেক্ষিতে সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ ৮ হাজার ৩৪২টি বীমা দাবির বিপরীতে ২১ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৯৯১ টাকা পরিশোধ করেছে সানলাইফ ইন্স্যুরেন্স। সূত্র মতে, কোম্পানিটির ৬০ কোটি টাকারও বেশি বীমা দাবি বকেয়া ছিল।

বাকী বীমা দাবি পরিশোধের জন্য কোম্পানিটি এক মাস সময় চেয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। গতকাল রোববার এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সানবিডি/এএ