সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার গোলউৎসব

প্রকাশ: ২০১৬-০১-১৮ ১২:৩৯:৪৩


Footballলুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গোল উৎসব করে জিতেছে বার্সেলোনা। রোববার ন্যু ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওকে ৬-০ গোলে হারিয়েছে কাতালানরা। যদিও এই ম্যাচে বার্সার জন্য একটা দুঃসংবাদও রয়েছে। হ্যামস্ট্রিংয়ে ব্যথার কারণে খেলার মাঝপথে ওঠে যেতে হয়েছে বার্সা সুপারস্টার লিওনেল মেসিকে। তাতে অবশ্য ম্যাচে কোনো প্রভাব পড়েনি।

বড় জয় সত্ত্বেও বার্সা অবশ্য পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে। কারণ একইদিনে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে লাস পালমাসকে। এতে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো রয়েছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে বার্সার অর্জন ৪৫ পয়েন্ট। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিযে রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে।

বার্সা অবশ্য শুরুতেই একটা সুবিধা পেয়েছে। মাত্র চার মিনিটের ব্যবধানে বিলবাওয়ের গোলরক্ষক গোর্কা ইরাইজজ লাল কার্ড পান। সুয়ারেজকে পেনাল্টি এরিয়ায় ফেলে দেয়ায় তাকে লাল কার্ড দেখানো হয়। সেই সুবাদে ১০ জনের বিলবাওয়ের বিপক্ষে বার্সা গোল উৎসব করে। সুয়ারেজকে ফেলে দেয়ায় বার্সা পেনাল্টি পায়। সেই পেনাল্টিতেই গোলের সূচনা করে বার্সা। প্রথমার্ধেই নেইমার বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। সুয়ারেজের দেয়া বলেই গোল করেন ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ঠিক দুই মিনিটের ব্যবধানে প্রথম গোল করেন সুয়ারেজ। ৬২ মিনিটে ইভান র‌্যাক্টিক করেন চতুর্থ গোল। এরপর আবারো সুয়ারেজের পালা। ৬৮ ও ৮২ মিনিটে বিলবাওয়ের জালে দুদফা বল জড়ান তিনি। ফলে হ্যাটট্রিক পূর্ণ হয় এই উরুগুইয়ান স্ট্রাইকারের। এতে ২৯ ম্যাচে সুয়ারেজ ২৯ গোল করতে সক্ষম হলেন।