
গত বছরে ৪২ টন মূল্যবান ধাতু স্বর্ণ উত্তোলন করে তুরস্ক। এটি দেশটির অর্থনীতিতে ২৪০ কোটি ডলার অবদান রাখে। এবার নতুন একটি স্বর্ণ খনির সন্ধান পেয়েছে তুরস্ক। ফলে বছরান্তে দেশটির স্বর্ণ উত্তোলন বেড়ে ১০০ টনে উন্নীত হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তুরস্কের গোল্ড মাইনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহ।
দেশটির শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মুস্তাফা ভারাঙ্ক ১০ জুন নতুন স্বর্ণ খনি আবিষ্কারের ঘোষণা দেন। তুরস্কের পূর্বাঞ্চলে এ খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি এ খনি থেকে বছরে প্রায় সাড়ে তিন টন রৌপ্য উত্তোলন করা যাবে বলেও জানান তিনি, যার বাজারমূল্য দাঁড়াবে ২৮ লাখ ডলার।
এ ব্যাপারে তুরস্কের গোল্ড মাইনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেট ইলমাজ আনাদোলু এজেন্সিকে বলেন, পর্যাপ্ত বিনিয়োগ তুরস্কের স্বর্ণ উত্তোলন বৃদ্ধিতে আশার আলো দেখাচ্ছে। এটি আগামীতে তুরস্কের বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ সৃষ্টি করবে।
সানবিডি/এনজে