হিলিতে নিম্নমুখী পেঁয়াজের পাইকারি দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৩ ১৪:২২:৪৯


দিনাজপুরে হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম কমেছে ২ টাকা।আমদানীকৃত পেঁয়াজের মান খারাপ হওয়ায় এবং চাহিদা কমায় পণ্যটির দাম কমেছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৭৩০ টাকায় বিক্রি হয়েছিল তবে এখন দাম কমে বিক্রি হচ্ছে ২৪২৮ টাকায় এদিকে পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে

এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, প্রায় এক মাস বন্ধ থাকার পর জুনের প্রথম সপ্তাহে পেঁয়াজ আমদানি শুরু হয় এতে দেশীয় বাজারে পণ্যটির ঊর্ধ্বমুখী দাম কমতে থাকে আমদানিকারকরা ক্রমাগত পেঁয়াজ আমদানি বাড়ানোয় বেশ কিছুদিন ধরে মূল্যহ্রাসের ধারাবাহিকতা বজায় ছিল কিন্তু সম্প্রতি লোকসানের কারণে আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা এতে পেঁয়াজের দাম বেড়ে যায় তবে দুদিনের ব্যবধানে সোমবার আবারো পণ্যটির দাম কমেছে

সানবিডি/এনজে