পাম অয়েলে টনপ্রতি ৮০ ডলার শুল্ক কমাচ্ছে ইন্দোনেশিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৩ ১৪:৩০:০৮

অপরিশোধিত পাম ওয়েল রফতানির ক্ষেত্রে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত ইন্দোনেশিয়া। দেশটির অর্থমন্ত্রী মুলায়নি ইন্দ্রাবতী এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর রয়টার্স, নাসডাক ও এগ্রিসেনসাস।
এ ব্যাপারে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী জানান, অপরিশোধিত পাম অয়েলের বর্তমান রফতানি শুল্ক টনপ্রতি ২৫৫ ডলার। পণ্যটির রফতানি কর ৮০ ডলার কমিয়ে টনপ্রতি ১৭৫ ডলারে নিয়ে আসা হবে। প্রতি টন পাম অয়েলের দাম ১ হাজার ডলারের গণ্ডি পার করলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান মন্ত্রী। এক্ষেত্রে ৭৫০ ডলার মূল্যের প্রতি টন পাম অয়েল রফতানিতে শুল্ক দিতে হবে ৫০ ডলার। এ মাসের শেষের দিকে সিদ্ধান্তটি কার্যকর হতে পারে বলে মনে করছেন বাজার প্রতিনিধিরা। তারা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













