ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৮-২৪ ০৬:৪৪:৪৪

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার বিএসইসির ৭৭৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১,৯৩,৬০,৯০৪ টি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাবে কমিশন অনুমোদন প্রদান করেছে। এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ১৯,৩৬,০৯,০৪০ টাকা পুঁজি উত্তোলন করে ফিক্সড ডিপোজিট, পুঁজি বাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে । কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া নেট গ্যাসেট ভ্যালু ১৬.০২ টাকা (সম্পদ পুনপমূল্যায়নসহ) এবং ইপিএস .৯৩ টাকা । কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িতে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যনেজমেন্ট লিমিটেড।
উল্লেখ্য যে, ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেম এর মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহন শুরুর দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারী গণের মধ্যে স্বীকৃত পেনশন ফাল্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ড এর ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যুনতম ৫০ লক্ষ টাকা এবং যোগ্য বিনিয়োগকারী গণের তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যুনতম ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহীত হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৬:৫৮/২৩/৬/২০২১







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













