প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একগুচ্ছ দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালে তৈরি পোশাকখাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে এসব দাবি জানানো হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) প্রধানন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে এ দাবি জানান বিজিএমইএ প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান খান, সহসভাপতি এম এ মান্নান কচি, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান বাবু, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আনোয়ারুল আলম পারভেজ, টিপু মুনসি উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশি মুদ্রা শক্তিশালী হচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়েছে।
প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও মিয়ানমারসহ অন্যান্য দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বিশ্ববাজার দখল করতে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার আবেদন করা হয়েছে। সেই সঙ্গে তৈরি পোশাক খাতে আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকা, এডিবিসহ যে ঋণ আসে সেসব ঋণের ওপর কেন্দ্রীয় ব্যাংক ও সিডিউল ব্যাংকগুলো ৪ থেকে ৫ শতাংশ হারে সুদ নিচ্ছে। এ সুদহার আরও কমানোর উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ প্রতিনিধি দল।
অস্ট্রেলিয়ায় পণ্য পাঠানোর ক্ষেত্রে দেশটির বেঁধে দেওয়া শর্ত তুলে নেয়ার পদক্ষেপ, কারখানার সার্বিক উন্নয়নে সরকারের ভূমিকা রাখাসহ আরো বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে।
বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী সব ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’
সানবিডি/ঢাকা/আহো