নির্বাক এক বিশ্বজয়ীর কথা
প্রকাশ: ২০১৬-০১-১৮ ১৬:১৪:০৭

বাঙ্গালীর নামে একটি কথা বিশ্বে প্রচলিত আছে, তারা নাকি কাজের চেয়ে বেশী কথা বলেন। যারা বাঙ্গালীর প্রতি এমন বিশ্বাসে অনড়, তারা দেখে নিতে পারেন বিশ্বজয়ী বাঙ্গালী পার্থ প্রতিম মজুমদারকে। যিনি কোনো কথা না বলেও বিশ্ব জয় করেছেন।হ্যাঁ,বলছিলাম জনপ্রিয় মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের কথাই। বাংলাদেশের জনপ্রিয় এই মাইম শিল্পী মাইমের বিচারে বিশ্বে অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।
গত ২৬ বছরের ফ্রান্স প্রবাসী এই মূকাভিনেতাকে সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রান্স সরকার তাকে ‘শেভালিয়র’ উপাধিও দিয়েছেন। এমনকি তিনিই প্রথম বাংলাদেশী, যাকে এমন সম্মানসূচক পদক দেয়া হয়েছে।
তিনি মঞ্চের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তার অভিনীত একটি ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়। প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, নিউ ইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর মূকাভিনয়ের প্রদর্শনী হয়েছে। প্রসঙ্গত, ওয়েস্টার্ন ইউনিয়ন, নাইকি, আইবিএম ও ম্যাকডোনাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির পণ্যের প্রচারে মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। তার মাধ্যমেই বাংলাদেশে মূকাভিনয় পরিচিতি লাভ করে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













