বিশ্ববাজারে তামার সরবরাহ দ্বিগুণ করার আহবান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৬ ১৪:১৯:৪৫

বিশ্ববাজারে চলমান তামার সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে।এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যবহারিক ধাতুটির সরবরাহ দ্বিগুণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রসিদ্ধ মাইনিং কোম্পানি গ্লেনকোরের প্রধান নির্বাহী ইভান গ্ল্যাসেনবার্গ। খবর মাইনিংডটকম ও রয়টার্স।
তিনি বলেন, বর্তমান বিশ্ব জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মনোযোগী হচ্ছে। এতে তামার চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু সে তুলনায় বাজারে ধাতুটির সরবরাহ নেই। দ্রুত সরবরাহ না বাড়ালে এ সংকট নাগালের বাইরে চলে যেতে পারে।
এ ব্যাপারে কাতার ইকনোমিক ফোরামে দেয়া বক্তব্যে গ্ল্যাসেনবার্গ বলেন, বিশ্ববাজারে তামার বর্তমান চাহিদা ছয় কোটি টন। এ চাহিদা পূরণ করতে হলে ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর ১০ লাখ টন করে তামা সরবরাহ বাড়াতে হবে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













