

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবা সহ ইমাম হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের আচারবনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানিয়েছেন, সাবরাং বিওপিতে কমর্রত হাবিলদার মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একটি টহল আচারবনিয়া লবণ মাঠ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৩০ হাজার ইয়াবা সহ ইমাম হোসেনকে আটক করে। আটক ইমাম হোসেন ওই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।
এব্যাপারে টেকনাফ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আটক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দাকার জানিয়েছেন, সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত মামলায় ইমাম হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।