ঢাকার সদরঘাটে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৭ ১৯:০১:১০

নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনালে পূবালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এনজিপি, এনডিসি এবং পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী যৌথভাবে ফিতা কেটে বুথটির শুভ উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী এবং ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক লিমিটেড বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় দেশের সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্ক সমৃদ্ধ পূবালী ব্যাংক আধুনিক ব্যাংকিং ধারার সাথে সম্পৃক্ত হয়ে সম্মানিত গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে বুথটি প্রতিষ্ঠা করা হয়েছে।
সানবিডি/এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













