আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৭ ১৯:২৭:৫৩

করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সীমিত লকডাউন ঘোষণা করেছে সরকার। ঘোষিত এই লকডাউন চলাকালীন পূর্বের সময়ের ন্যায় ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি বলেন, সরকারের একটি প্রজ্ঞাপন হয়েছে যেহেতু ব্যাংকগুলোর জুন ক্লোজিং তাই জুনের শেষ পর্যন্ত পূর্বের নিয়মেই ব্যাংকিং ব্যবস্থা চলবে। জুলাইয়ে ১ তারিখে নতুন করে আমরা সিদ্ধান্ত নেব।
এরআগে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। এই বিধি-নিষেধের মেয়াদ শেষে ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে।
উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়া করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারির ঘোষণা শুক্রবার দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার জানানো হয়, সেই লকডাউন ১ জুলাই থেকে শুরু হবে।
এর পরিপ্রেক্ষিতে আগের তিন দিনের বিষয়ে নির্দেশনা জানাল মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনা অনুযায়ী
>> সোমবার থেকে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে।
>> সব শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
>> খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ শুধু খাবার বিক্রি করতে পারবে।
>> সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে সীমিত জনবল নিয়ে। সেই সব কর্মচারীদের অফিসের ব্যবস্থাপনায় আনতে হবে।
সানবিডি/এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













