

দেশব্যাপী শুরু হওয়া সীমিত পরিসরে লকডাউনের প্রথম দিনে ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চলছে। সোমবার লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়। চলবে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত।
ব্যাংকাররা জানিয়েছেন, সীমিত পরিসরে লকডাউন শুরু হলেও ব্যাংকে লেনদেনের সময়সূচি পরিবর্তন হয়নি। তাই সম্প্রতি বাংলাদেশ ব্যাংক লেনদেনের যে সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সেভাবেই লেনদেন শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হলে ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আসবে।
তিনি বলেন, সরকার কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করার পরে ব্যাংকগুলোর জন্য লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। তার আগে বুধবার পর্যন্ত প্রচলিত সময়েই ব্যাংকে লেনদেন ও অন্যান্য কার্যক্রম চলবে।