ন্যাশনাল ব্যাংকের পরিচালকের পদ হারালেন রিক হক সিকদার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-২৮ ২২:৪০:২৭

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ পড়লেন রিক হক সিকদার। ঋণখেলাপি হওয়ায় তার পরিচালক পদের মেয়াদ বাড়ানোতে কেন্দ্রীয় ব্যাংক সায় দেয়নি। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিচালক পদের মেয়াদ বাড়ানোয় সম্মতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। বিষয়টি জানিয়ে রোববার (২৭ জুন) ন্যাশনাল ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, রোববার কেন্দ্রীয় ব্যাংকের এ চিঠি পাওয়ার পর সোমবার তার ভাই এবং ব্যাংকটির পরিচালক রন হক সিকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরের সাক্ষাৎ চেয়েও পাননি। পরে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের সঙ্গে দেখা করলে তাকে আইনি ব্যাখ্যা দেওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ঋণ সংক্রান্ত অনিয়ম ও ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন নেতিবাচক হওয়ায় রিক হক সিকদারের পরিচালক পদের মেয়াদ বাড়ানো হয়নি।
জানা গেছে, ন্যাশনাল ব্যাংক থেকে দুজন পরিচালকের মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়েছিল। তাদের মধ্য থেকে রিক হক সিকদারের বিষয়ে সিআইবি থেকে ছাড়পত্র পাওয়া যায়নি। ঋণখেলাপি ও ঋণ সংক্রান্ত অনিয়মে যুক্ত থাকায় পরিচালক পদে তার মেয়াদ বাড়ানোতে সম্মতি দেয়নি বাংলাদেশ ব্যাংক।
সানবিডি/এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













