যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি বৃদ্ধি অব্যাহত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৯ ১৪:১৯:০৬


বর্তমানে বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দেশটির সবচেয়ে বড় বাজার এশিয়া। কিন্তু সম্প্রতি এশিয়াসহ বিশ্ববাজারে এলএনজি রফতানি মার্কিন মুলুকের জন্য ব্যয়বহুল হয়ে পড়ছে। রফতানি ব্যয় বেড়েছে ৬৫ শতাংশ। তবে অতিরিক্ত ব্যয় সত্ত্বেও দেশটি রফতানি বাড়াচ্ছে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বছরান্তে যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি সর্বকালের শীর্ষে পৌঁছবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ ব্যাপারে বিক ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ৬৫ লাখ টন এলএনজি রফতানি করে, যা মাসভিত্তিক রেকর্ড। আগামী মাসগুলোতেও এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। জ্বালানি পণ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জি জানায়, চলতি মাসে যুুক্তরাষ্ট্রে এলএনজির প্রতি ১০ লাখ ব্রিটিশ থার্মাল ইউনিটের অতিরিক্ত রফতানি ব্যয় বেড়ে ৫ ডলার ৬০ সেন্টে উঠে আসে। এ ব্যয় গত বছরের মাঝামাঝি সময়ের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

সানবিডি/এনজে