১২ বলেই ৫০ গেইলের!!

আপডেট: ২০১৬-০১-১৮ ১৯:০২:০৭


during the Big Bash League match between the Melbourne Renegades and the Adelaide Strikers at Etihad Stadium on January 18, 2016 in Melbourne, Australia.গেইল মানেই ব্যাটিং তাণ্ডব। সোমবার আরেকবার ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডব দেখল ক্রিকেট প্রেমীরা। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশ লীগের ম্যাচে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করলেন মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলা ক্রিস গেইল।

এদিন ১৭ বল খেলে ৫৬ রান করে আউট হন তিনি। তার এই ইনিংসে রয়েছে সাতটি ছয় ও দুইটি চারের মার। এর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের ১৭ বলে হাফ সেঞ্চুরি করার কীর্তি রয়েছে। আইপিএলে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বলে সেঞ্চুরি করার কীর্তিও রয়েছে গেইলের।

সানবিডি/ঢাকা/রাঅা