ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে জার্মানির বিদায়
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-৩০ ১৬:০৪:২০

ইউরোর শেষ ষোলোর বিগ ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-০ গোলে বিদায় নিয়েছে জার্মানি।
জার্মানিকে হারিয়ে ষোলোতে এমনই চমক দেখালো ইংল্যান্ড।
ওয়েম্বলি স্টেডিয়ামে হাজারও সমর্থকদের উল্লাসই প্রমাণ করে সে তথ্যের সত্যতা। শেষ আটে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।
গ্যারেথ সাউথগেটের ২৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগিয়ে দিলেন রহিম স্টারলিং ও হ্যারি কেন। ১৯৯৬ সালে ইউরোর মঞ্চে নক আউট পর্যায়ে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও জার্মানি। সে বার পেনাল্টি শুট আউটে হার স্বীকার করতে হয় ইংল্যান্ডকে। নিজের শট মিস করেছিলেন সাউথগেট। মঙ্গলবার প্রশিক্ষক হিসেবে তার প্রতিশোধ নিলেন তিনি।
ম্যাচের ৭৫ মিনিটে গোল করেন স্টারলিং। তার পা থেকেই শুরু হয় আক্রমণ। বাঁ দিক থেকে লুক শ-র ক্রস থেকে স্টারলিং তার তিন নম্বর গোল করে যান। ম্যানুয়েল নয়্যারের কিছু করার ছিল না। শুরু থেকেই স্টারলিং বল ধরলেই কেঁপে গিয়েছে জার্মান ডিফেন্স। ৮৬ মিনিটে ফের গোল পায় ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেন গোল করেন। গ্রেলিশের ক্রস থেকে গোল করেন তিনি।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












