নারায়ণগঞ্জের টানবাজারে বেড়েই চলেছে সুতার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০১ ১২:২৬:৩২


নারায়ণগঞ্জের টানবাজার সুতা কেনাবেচার জন্য দেশব্যাপী প্রসিদ্ধ।এ বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সুতার দাম।ছয় মাস ধরে সুতার দাম বাড়তে থাকায় বিপাকে পড়েছেন কাপড় উৎপাদনে জড়িতরা।

এই বাজারে ঘুরে দেখা যায়, ১০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৪৮-৬০ টাকা দরে। দুই মাস আগেও বেচাকেনা হয়েছিল ৪৬-৫৬ টাকা দরে। সে হিসাবে সুতার দাম বেড়েছে ৮ টাকা। ২০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে ৮০-১০৫ টাকা দরে। একই কাউন্টের সুতা বাজারে মে মাসের প্রথম সপ্তাহে কেনাবেচা হয়েছিল ৭৫-৯৫ টাকা দরে। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম বেড়েছে পাউন্ডপ্রতি ১৫ টাকা। ৩০, ৩২, ৩৪ ও ৩৬ কাউন্টের রফতানিযোগ্য চিকন সুতার দাম বেড়েছে অস্বাভাবিক হারে। গত ছয় মাসের ব্যবধানে এ সুতার দাম পাউন্ডপ্রতি দাম বেড়েছে ৫০-৬০ টাকা।

টানবাজারে বর্তমানে চিকন সুতা বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ১৫০-১৬০ টাকা দরে। ৪০ কাউন্টের সুতা বাজারে বিক্রি হচ্ছে ১৫২-১৬৫ টাকা দরে। একই কাউন্টের সুতা মে মাসের মাঝামাঝি সময়ে বেচাকেনা হয়েছিল ১৪৫-১৫৫ টাকা পাউন্ড। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম বেড়েছে ১৫ টাকা করে। ৫০ কাউন্টের সুতা বিক্রি হচ্ছে ১৭৭-১৮০ টাকা পাউন্ড। গত মাসের মাঝামাঝি সময়েও এ সুতা বেচাকেনা হয়েছিল ১৬৫-১৭০ টাকা দরে। সে হিসাবে দাম বেড়েছে পাউন্ডপ্রতি ১৫-২০ টাকা।

সানবিডি/এনজে