না ফেরার দেশে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-০২ ১৫:৩১:০৫


না ফেরার দেশে পরি জমালেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুর রহমান। গত ১ জুলাই আমেরিকা সময় সকাল ৮ টায় তিনি পরলোকগমন করেন। তিনি প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠন এনআরবি গ্লোবালের পাবলিক রিলেশন সেক্রেটারি মোহাম্মদ শরীফ সুমনের শশুর।

মোহাম্মদ আব্দুর রহমান ১৯৪৩ সালের ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলার কুমারখালি থানার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। কর্মজীবনে বাংলাদেশে সে বি এ ডি সি (BADC),কুষ্টিয়া অফিসে চাকুরি করতেন। জীবনের তাগিদে পরিবারে একটু স্বচ্ছলতা আনার জন্য প্রায় ২৫ বছর আগে সে আমেরিকা আসে । সে জীবিত থাকাকালীন আমেরিকাতে wall green এ চাকুরি করতেন।

তার সঠিক কর্মপ্রেরণা ও দক্ষতার জন্য ওয়াল্ড ফেমাস প্রতিষ্ঠান wall green ম্যানেজমেন্ট তাকে Best Employee তে ভূষিত করেন। Democratic Party র সাথে তার রাজনৈতিক সখ্যতা গড়ে ওঠে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথম ক্ষমতায় আসে। পারিবারিক জীবনে সে তিন ছেলে ও একজন মেয়ের গর্বিত পিতা।

তার তিন ছেলে ও একজন মেয়েসহ পরিবারের সবাই ক্যালিফোর্নিয়া আমেরিকাতে স্হায়ীভাবে বাস করে।সন্তানদের মধ্যে মোঃ আসাদুজ্জামান(বুলবুল)এর হাত ধরেই মূলতঃ পরিবারের সবাই আমেরিকা আসে। তিনি একজন অতিশয় ভদ্র ও মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ ছিলেন।