রাষ্ট্রীয় অর্থ খরচ করে পুরস্কার কিনছেন হাসিনা
প্রকাশ: ২০১৫-১০-০৩ ১৬:৪৭:৩৩
রাষ্ট্রীয় অর্থসম্পদ খরচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার কিনছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অশান্তির দাবানল জ্বালিয়ে বিদেশ থেকে শান্তির পদক ক্রয় করছেন।’
শনিবার রাজধানীর একুশে মিলনায়তনে লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির মুলতবি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সরকাররের এমপি-মন্ত্রী ও পুত্ররা প্রকাশ্যে গুলি করে হত্যা করছে দাবি করে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বিরোধী মতের নেতাকর্মীদের মিথ্যা মামলা গ্রেপ্তার করে আওয়ামী লীগ দেশকে জাহিলিয়াতে পরিণত করেছে। দেশে অশান্তির দাবানল জালিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অর্থসম্পদ খরচ করে টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড সংগ্রহের প্রতিযোগীতায় লিপ্ত।’
আইনশৃঙ্খলা চরম অবনতি, হত্যা-গুম-খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আজ চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করনে ইরান।
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সরকারের রুই-কাতলাদের রক্ষা করতেই ইউজিসির পরিচারক ওমর শরীফকে পুলিশি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তিনি বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে মায়ের পেটে শিশুরাও নিরাপদ নয়।’
ইরান বলেন, ‘দেশকে বাঁচাতে হলে জাতীয় সংসদ নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তাই জনগণের আকাঙ্ক্ষখা ও গণমুক্তির লক্ষ্যে ব্যর্থ তাবেদার বাকশালী অপশক্তিকে হটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’
এসময় সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৮ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রন জানানো হবে। সভায় স্মরণিকা প্রকাশ, জেলা, মহানগরগুলোর সাংগঠনিক সফর ও আগামী ১৭ অক্টোবর জাতীয় নির্বাহী কমিটির সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট ফারুক রহমান এমদাদুল হক চৌধুরী, যুগ্মমহাসচিব মিসেস শামীমা চৌধুরী প্রমুখ।