হিলিতে ফের বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৪ ১৪:০৫:১৮


চলমান মহামারির প্রকোপের মধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার।লকডাউনের মাঝেও বাড়ছে পণ্যটির দাম। পাঁচদিনের ব্যবধানে বন্দরে পেঁয়াজের পাইকারি দাম বেড়েছে কেজিতে প্রায় ৭ টাকা। এতে বিপাকে পড়েছেন পাইকার ও নিম্ন আয়ের মানুষ।

এ ব্যাপারে হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। তবে দাম আগের তুলনায় বেশি। পাঁচদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ বন্দরে ২৪-২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। শুক্রবার তা বেড়ে ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হয়। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৭-২৯ টাকায় বিক্রি হলেও তা বেড়ে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, লকডাউন ঘিরে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বেড়েছে। এর মধ্যে শুক্রবার বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকায় চাহিদার তুলনায় সরবরাহ কমে যায়। এ কারণে দাম বেড়েছে। যে দেশী পেঁয়াজ মোকামে কয়েকদিন আগে বিক্রি হয়েছিল মণপ্রতি দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকায়, তা বেড়ে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সানবিডি/এনজে