
চলতি বছরের জুনে করা প্রতিশ্রুতির দ্বিগুনের বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে ওপেক। জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে সফলভাবেই বছরের দ্বিতীয় প্রান্তিক শেষ করেছে রফতানিকারক দেশগুলোর জোট সংগঠনটি। জুনে ওপেক দৈনিক ৮ লাখ ৫৫ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে। খবর অয়েলপ্রাইসডটকম ও রয়টার্স।
ওপেকের গত মাসের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন নিয়ে একটি সমীক্ষা চালায় ব্লুমবার্গ। এ সমীক্ষায় দেখা গেছে, জোটভুক্ত দেশগুলো গত মাসে সব মিলিয়ে দৈনিক ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করে। ওপেকের সবচেয়ে বড় জ্বালানি তেল উত্তোলক দেশ সৌদি আরব। দেশটি বিশ্বের শীর্ষ রফতানিকারকও।
সানবিডি/এনজে