নোবিপ্রবির চলমান টার্ম পরীক্ষার ৫০ শতাংশ ফি মওকুফ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৭-০৫ ১৫:৩৩:০৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার ৫০ শতাংশ ফি মওকুফ করেছে।
সোমবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, গত ৩০ জুন ২০২১ তারিখে ৫৩ তম রিজেন্ট বোর্ডের সভায় সিদ্ধান্তক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের চলমান বর্ষ-১ টার্ম-১, বর্ষ ২ টার্ম-১, বর্ষ-৩ টার্ম-১, বর্ষ -৪ টার্ম-১ ও মাস্টার্স এর বিভিন্ন টার্মের পরীক্ষার ফি ৫০% কমিয়ে ৫০০/-(পাঁচশত টাকা) করা হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













