সাড়ে ২১ কোটি টাকার লোকসান গোপন

প্রাইম ইন্স্যুরেন্সে ৪৮ ধারায় তদন্তের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-০৫ ১৫:৫৩:২৩


প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির সাড়ে ২১ কোটি টাকা লোকসান গোপনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বিমা আইন ২০১০ এর ৪৮ ধারা অনুসারে হিসাব বিশেষজ্ঞের দ্বারা এই তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ২০ জুন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্সের লোকসান গোপনের বিষয়টি নিরীক্ষা করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অডিট ফার্ম হাওলাদার ইউনুস এন্ড কো. কে নিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে।

তবে করোনা পরিস্থিতির কারণে বিমা কোম্পানিটিতে এখনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ও মুখপাত্র এস এম শাকিল আখতার। পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোন সময় তদন্ত শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

সানবিডি/এএ