মাইনাস ৫ ডিগ্রিতে শুটিং করেছি : প্রিয়তি

আপডেট: ২০১৬-০১-১৯ ১১:৫৭:২০


Priotiমিজ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি। মিজ আর্থ ২০১৬ প্রতিযোগিতার পরই ব্যস্ত হয়ে পড়েছেন তার দ্বিতীয় আইরিশ চলচ্চিত্র কোকোলান এর শুটিং নিয়ে। এ সিনেমায় গ্ল্যামার কন্যা প্রিয়তির প্রথম অংশের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কিয়ারন ডেভিস প্রিয়তিকে নিয়ে প্রথম নির্মাণ করেন ওয়ান্ডারল্যান্ড। তারপর শুরু করেছেন দ্বিতীয় চলচ্চিত্রের কাজ। কঠোর অনুশীলন আর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন এই বাঙালি ললনা।

সম্প্রতি এই সিনেমার প্রথম লটের শুটিং স্কটল্যান্ড, ব্রিস্টল, আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। শুটিংয়ের বেশ কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রিয়তি।

এ প্রসঙ্গে রাইজিংবিডিকে প্রিয়তি বলেন, ‘আইরিশের সুপার হিরো কোকোলান এর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এ চলচ্চিত্রটি। এতে আমার চরিত্র যুদ্ধারাণীর। যা রূপায়ন করা আমার জন্য খুবই চ্যলেঞ্জিং। এজন্য আমাকে তলোয়ার চালনা, ছুরি চালনা, তীর চালনা শিখতে হচ্ছে। জাপানিজ এক প্রশিক্ষক আমাকে তলোয়ার চালনা শিখিয়েছের। প্রতিদিন শুটের আগে পরিচালক ওর্য়াকশপ করাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘তলোয়ার চালনা শেখার সময় আমি আঘাত পেয়েছিলাম। যার জন্য ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হয়েছে। স্কটল্যান্ডে তলোয়ার চালনার একটি দৃশ্যের শট মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করেছি। শটটি একটি জঙ্গলে ছিল। এত ঠান্ডা যে, বরফ হয়ে যেতাম। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বুক ব্যথা হয়ে যেত। শুধু কাঠের আগুনের তাপ ছাড়া আর কোন ব্যবস্থা ছিল না। শট পারফেক্ট না হওয়া পর্যন্ত ওই লোকেশনে এভাবেই কাজ করতে হয়েছে। তবে সময় নষ্ট করতাম না। শট শেষ করেই হোটেলে ফিরে আসতাম। এভাবে ২ সপ্তাহ শুটিং করেছি।’

প্রিয়তির চরিত্রটি নেতিবাচক হলেও সিনেমার গল্পে খুবই গুরত্বপূর্ণ। এতে তার বিপরীতে কোকোলান এর চরিত্রে অভিনয় করছেন পরিচালক নিজেই।

গত ডিসেম্বরে প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় অংশের শুটিং চলতি বছরের জুন জুলাইতে আয়ারল্যান্ডে হবে। এখন অন্যদের অংশের শুটিং চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৭ সালে সিনেমাটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন প্রিয়তি।

দোহারা গড়নের এ মেয়েটি বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে ঢাকাতেই। কৈশোরে তিনি পাড়ি জমান আয়ারল্যান্ডে। ইতোমধ্যে বাংলাদেশি বংশ্দ্ভুদ এ মেয়েটি মিজ আয়ারল্যান্ড ২০১৪ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তুলেছেন। শুধু তাই নয় মিজ আর্থ ২০১৬ প্রতিযোগিতার প্রথম রানারআপও হয়েছেন প্রিয়তি।

সানবিডি/ঢাকা/এসএস