স্মার্টফোনে প্লে স্টেশন
প্রকাশ: ২০১৬-০১-১৯ ১১:৫৫:০৮

গেম খেলার জন্য আর নয় প্লে স্টেশন। এখন থেকে ফোনেই মিলবে প্লে স্টেশনের স্বাদ। এমনই একটি ফোন সনি এক্সপেরিয়া প্লে আল্ট্রা। ফোনটিতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। এটির ডিসপ্লে 4K মানের। ব্যাটারিতে রয়েছে চমক। এতে ৪০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। র্যাম আছে ৪ জিবি।
সনি জানিয়েছে ফোনটি গেমারদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। গেম খেলার উপযোগী করে এটিতে গ্রাফিক্স ইনস্টল করা হয়েছে। অন্যদিকে ফোনের সকল সুবিধাই এতে রয়েছে।
এই ফোনটিতে অ্যানড্রয়েডের বেশির ভাগ গেমই খেলা যাবে। এটিতে উন্নত হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। ফোনটি দেখতে অনেকটা রিয়েল গেমস কনসোলের মতই।
সনির জন্য ফোনটি তৈরি করেছে জুনিয়র রিয়েগা। ফোনটি ইউনিবডি অ্যালুমিনিয়ার কেসে তৈরি। এতে স্লাইডিং গেমিং কন্ট্রোল রয়েছে।
সনির এই ফোনটি ৫ জি নেটওয়ার্ক সমর্থন করে। এটির ডিসপ্লে ৫.১ ইঞ্চির আল্ট্রা এইচডি সুপার ওলিড ৩ডি স্ক্রিন। এই ফোনটি দিয়ে ফোরকে মানের ভিডিও চিত্র ধারণ করা যাবে। ফোনটিতে ডেকাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। বিল্টইন মেমোরি আছে ১২৮ জিবি।
ফোনটির রিয়ার ক্যামেরা ২১ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। অ্যানড্রয়েড ৬.১ মার্সম্যালো অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।
ফোনটির দরদাম এখনো জানায়নি সনি। তবে ধারণা করা হচ্ছে এটির দাম হবে ৬০০ ডলার থেকে ৭০০ ডলারের মধ্যে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













