কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র হচ্ছেন মহিউদ্দিন আজাদ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-০৭ ১৬:২৪:৪০

কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব নিচ্ছেন নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ। বর্তমান মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম কয়েকদিন ধরে অসুস্থ থাকায় সীমিত সময়ের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।
এ বিষয়ে একেএম মহিউদ্দিন আজাদ বলেন, ‘আমি এখনো নির্দেশনা পাইনি তবে ভারপ্রাপ্ত মুখপাত্রের দায়িত্ব পালন করব। মুখপাত্র অসুস্থ থাকায় আমাকে দায়িত্ব দেয়া হচ্ছে। তবে প্রজ্ঞাপন এখনো হয়নি। আগামীকাল হয়তো প্রজ্ঞাপনসহ দায়িত্ব আসতে পারে।’
সানবিডি/এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













