

অসিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার (১৯ জানুয়ারি)। আজ তার বিয়ে। মাইক্রোম্যাক্স মোবাইলের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে মালাবাদল করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, খ্রিস্টান ও হিন্দু উভয় রীতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। দিল্লির দুসিত দেবারানায় চার হাত এক হবে তাদের। এই জায়গাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বলিউডের এই অভিনেত্রীর ফ্যান ক্লাব। এরই মধ্যে এটি ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।
খ্রিস্টান রীতিতে বিয়ে হওয়ার কথা সকালে। এখানে আমন্ত্রণ জানানো হয়েছে অর্ধশত অতিথি। আর হিন্দু রীতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে রাতে। এখানে আসবেন ২০০ জন অতিথি। দুটি আয়োজনই থাকছে ঘরোয়া পরিসরে।
বিয়ের পর রাহুলের বাগানবাড়ি ওয়েস্ট এন্ড গ্রিনসের সোনালি ফার্মসে পারিবারিক পার্টি হবে বুধবার (২০ জানুয়ারি)। আগামী ২৩ জানুয়ারি বলিউডের বন্ধু ও সহকর্মীদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন অসিন।
হিন্দু রীতির বিয়েতে অসিন পরবেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা জাঁকালো পোশাক। আর খ্রিস্টান রীতিতে বিয়ের সময় তিনি পরছেন ভেরা ওয়াংয়ের নকশা করা পোশাক।
সম্প্রতি প্রকাশিত হয় সাদা বাক্সে সাজানো অসিনের বিয়ের মার্জিত ও চাকচিক্যময় আমন্ত্রণপত্র। এতে অসিনের ইংরেজি নামের অদ্যাক্ষর 'এ' ও রাহুলের নামের অদ্যাক্ষর 'আর' খোদাই করা আছে।
অসিনের বিয়ের আমন্ত্রণপত্র প্রথম পান বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার সুবাদেই রাহুলের সঙ্গে ৩০ বছর বয়সী এই তারকার পরিচয় হয়েছিলো। অক্ষয় ও অসিন একসঙ্গে অভিনয় করেন 'খিলাড়ি ৭৮৬' (২০১২) ছবিতে। সহশিল্পী থেকে ৪৮ বছর বয়সী অক্ষয় হয়ে গেলেন বিয়ের ঘটক।
সানবিডি/ঢাকা/এসএস