বিমা খাতে ৩ দিন বন্ধের নির্দেশনা জারি, সময় বেড়েছে আধাঘণ্টা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-০৮ ২০:৪৮:৪১


দেশে করোনা ভাইরাস সংক্রমন রোধে চলমান লকডাউনে বিমা খাতেও ৩ দিন অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

একইসঙ্গে অফিস খোলা রাখার সময়সীমা আধাঘণ্টা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

নতুন এই নির্দেশনা অনুসারে, আগামী ১৪ জুলাই পর্যন্ত অর্থাৎ লকডাউন চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ রোববারও বন্ধ থাকবে বিমা কোম্পানিগুলোর অফিস। প্রধান কার্যালয় ও জরুরি গুরুত্বপূর্ণ শাখা অফিস সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেন সীমিত সংখ্যক জনবল নিয়ে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে ৪ জুলাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্তৃপক্ষ কার্যালয়সহ সকল বিমা কোম্পানির প্রধান কার্যালয় এবং কতিপয় গুরুত্বপূর্ণ শাখা অফিস খোলার অনুমোদন দেয় বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ওই নির্দেশনায় বিমা অফিস খোলা রাখার সময় উল্লেখ করা হলেও ছুটির দিনের বিষয়ে কোন তথ্য দেয়া হয়নি।

পরবর্তীতে সরকারের বিধিনিষেধ অনুসারে সীমিত পরিসরে বিমা কোম্পানির অফিস চালুর মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে গত ৬ জুলাই নতুন নির্দেশনা জারি করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে ওই নির্দেশনাতেও রোববারের বন্ধের বিষয়ে কোন তথ্য দেয়া হয় নাই। এ নিয়ে দ্বিধায় পড়েন বিমা খাতের কর্মকর্তা ও কর্মীরা।

প্রতিবেদক বিষয়টি পরিস্কার করতে নিয়ন্ত্রক সংস্থাটির একাধিক কর্মকর্তার সাথে কথা বলে। তাদের বক্তব্যের ভিত্তিতে গত ৬ জুলাই ‘লকডাউন চলাকালে বিমা খাতেও বন্ধ ৩ দিন’ শীর্ষক সংবাদ প্রকাশ করে এই অনলাইন পোর্টাল। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার নতুন এই নির্দেশনা জারি করল নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

সানবিডি/এন/আই